আমির খানের ‘থ্রি ইডিয়টস’-এর অধ্যাপক চরিত্রে জনপ্রিয় অচ্যুত পোতদার প্রয়াত। ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান এই অভিনেতা।
বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা অচ্যুত পোতদার। ‘থ্রি ইডিয়টস’ ছবিতে অধ্যাপকের ভূমিকায় অভিনয় করে যিনি দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। গত ১৮ আগস্ট, ৯১ বছর বয়সে থানের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।
অচ্যুত পোতদারের জীবনের চার দশকের বেশি সময়জুড়ে জড়িয়ে রয়েছে অভিনয়জগৎ। হিন্দি ও মারাঠি মিলিয়ে তিনি কাজ করেছেন প্রায় ১২৫টিরও বেশি সিনেমায়। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে আক্রোশ, অর্ধ সত্য, তেজাব, পারিন্দা, বাস্তব, পরিণীতা, লাগে রাহো মুন্না ভাই, দাবাং ২, হাম সাথ সাথ হ্যায় এবং রঙ্গিলা। তবে দর্শকদের কাছে তিনি সবচেয়ে বেশি পরিচিত হয়ে ওঠেন ‘থ্রি ইডিয়টস’-এ রাগী অধ্যাপকের চরিত্রে।
শুধু সিনেমাই নয়, ছোট পর্দাতেও ছিল তাঁর সমান উপস্থিতি। ‘ভারত এক খোজ’, ‘ওয়াগলে কি দুনিয়া’, ‘প্রধানমন্ত্রী’, ‘আহত’, ‘মাঝা হশিল না’ সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। সহজ অথচ বাস্তবসম্মত অভিনয়ের জন্য তিনি দর্শক ও সমালোচকের কাছে সমানভাবে প্রশংসিত হয়েছিলেন।
অভিনেতা হওয়ার আগে অচ্যুত পোতদারের জীবনে ছিল এক অন্য রকম পথচলা। একসময় তিনি অধ্যাপক ছিলেন। পরে যোগ দেন ভারতীয় সেনাবাহিনীতে এবং ১৯৬৭ সালে ক্যাপ্টেন পদে অবসর গ্রহণ করেন। সেনাবাহিনী থেকে অবসরের পর প্রায় ২৫ বছর কাজ করেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে। ৫৮ বছর বয়সে চাকরি থেকে অবসর নেওয়ার পরই তিনি পুরোপুরি অভিনয়ে মন দেন। উল্লেখযোগ্য বিষয় হল, ৪৪ বছর বয়সে তিনি প্রথম বলিউডে আত্মপ্রকাশ করেন।
তাঁর বিখ্যাত সংলাপ “আখির কেহনা কেয়া চাহতে হো” আজও দর্শকের মুখে মুখে ফেরে এবং মিম জগতেও বিশেষ জায়গা করে নিয়েছে। এই সংলাপের মতোই তাঁর স্মরণীয় চরিত্র দর্শকের মনে আজীবন বেঁচে থাকবে।
আজ থানেতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে ভক্তরা শোকাহত। সিনেমা ও টেলিভিশনে দীর্ঘ চার দশকের অবদান তাঁকে চিরকাল স্মরণীয় করে রাখবে।