ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর একে একে তার নানা বিতর্কিত কর্মকাণ্ড সামনে আসতে শুরু করেছে। তারই একসময়ের ঘনিষ্ঠ বন্ধু ও কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন আফ্রিদির ভিন্ন এক রূপ—যা রীতিমতো ভয় ধরানো। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তানভীর রাহী বলেন, তৌহিদ আফ্রিদি ক্যামেরার সামনে একরকম, পেছনে পুরো উল্টো। ক্যামেরার বাইরে সে একেবারে ‘ভয়ংকর’ একজন মানুষ।
তিনি আরও জানান, ইউটিউব জগতে অনেকেই আফ্রিদিকে বাঘের মতো ভয় পেতেন। বলেন, আমরা যখন ছাত্র আন্দোলনে ছিলাম, তখন তার আচরণ ছিল সহ্যের বাইরে। রাগ উঠলেই বেল্ট খুলে আমাদের মারত, যেন আমরা মানুষ না—পোষা জন্তু!’
এই ধরনের আচরণেই ধীরে ধীরে আফ্রিদির ‘ভয়ংকর’ দিকটা স্পষ্ট হয়ে ওঠে বলে জানান রাহী।
রাহীর মতে, ‘আমরা চাইছিলাম ও তার মতো থাকুক, আমরাও আমাদের মতো চলি। কিন্তু ও কাউকে ছাড়ত না। ওর মধ্যে প্রতিশোধের আগুন সবসময় জ্বলে। যার মনে এতটা হিংসা, তাকে আল্লাহ কখনো ক্ষমা করেন না।’
গত ২৪ আগস্ট রাতে বরিশালের বাংলাবাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে গ্রেপ্তার হন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি।