বলিউডের নব্বইয়ের দশকে দর্শকদের কাছে সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি ছিলেন অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন। ‘মোহরা’, ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘খিলাড়িয়ো কা খিলাড়ি’ সহ একাধিক ছবিতে তাদের অনস্ক্রিন রসায়ন ভক্তদের মনে বিশেষ জায়গা করে নেয়। বিশেষ করে ‘টিপ টিপ বরসা পানি’ গানে তাদের জুটি আজও আলোচিত।
তবে অনস্ক্রিনের বাইরেও তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তারা গোপনে বাগদান করেছিলেন এবং এ অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্ক টেকেনি। ১৯৯৮ সালে এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার জানান, “হ্যাঁ, আমাদের বাগদান হয়েছিল। কিন্তু বিয়ে পর্যন্ত তা গড়ায়নি।” পরবর্তীতে রাভিনাও বলেন, অক্ষয়ের জনপ্রিয়তা এবং তার ‘খিলাড়ি’ ইমেজ নষ্ট হওয়ার আশঙ্কাই সম্পর্কের ভিত দুর্বল করে দিয়েছিল।
বাগদান ভেঙে যাওয়ার পর অক্ষয় শিল্পা শেঠির সঙ্গে সম্পর্কে জড়ালেও সেটিও বেশিদিন স্থায়ী হয়নি। অবশেষে ২০০১ সালের ১৭ জানুয়ারি অক্ষয় অভিনেত্রী টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেন। তাদের দুই সন্তান—আরভ ও নিতারা।
অন্যদিকে রাভিনা ট্যান্ডন ব্যবসায়ী অনিল থান্ডানিকে বিয়ে করে সংসার গড়েন। তাদের দুই সন্তান—রনবীর বর্ধন ও রাশা। এছাড়া ১৯৯৫ সালে রাভিনা পূজা ও ছায়া নামের দুই কন্যাকে দত্তক নেন।
বর্তমানে অক্ষয় ও রাভিনা দুজনেই নিজেদের পরিবার নিয়ে সুখী জীবন কাটাচ্ছেন।