1
চট্টগ্রাম, ৬ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার): ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী জশনে জুলুসে পদদলিত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নগরের পাঁচলাইশ থানাধীন মুরাদপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পটিয়ার আইয়ুব আলী (৬০) এবং কালামিয়া বাজারের সাইফুল ইসলাম (১৩)। এছাড়া আহত আরও চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে আইসিইউতে রাখা হয়েছে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন সাংবাদিকদের জানান, ছয়জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে, একজন আইসিইউতে এবং তিনজনকে সাধারণ ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে, শনিবার সকাল থেকে লাখো মানুষ নগরের বিভিন্ন প্রান্ত থেকে জুলুসে অংশ নেন। ষোলশহর আলমগীর খানকাহ থেকে শুরু হওয়া শোভাযাত্রা নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আয়োজক সংগঠন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট জানিয়েছে, শৃঙ্খলা বজায় রাখতে এ বছরও ড্রাম বাজানো, নারীর অংশগ্রহণ এবং খাবার নিক্ষেপ নিষিদ্ধ করা হয়েছিল।
উল্লেখ্য, ১৯৭৪ সালের ১২ রবিউল আউয়াল থেকে চট্টগ্রামে জশনে জুলুসের সূচনা হয়। বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম মিলাদ শোভাযাত্রা হিসেবে পরিচিত।