3
ছাত্র-জনতার বিক্ষোভে উত্তাল নেপালে আটকা পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ (মঙ্গলবার) দেশে ফেরার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফের মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ জানান, দলের ফেরার ফ্লাইট ছিল আজ বিকেল ৩টায়। তবে দেশটির অভূতপূর্ব রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে আপাতত ফিরতে পারছেন না জামাল ভূঁইয়ারা।
এর আগে রক্তক্ষয়ী বিক্ষোভের কারণে বাংলাদেশ ও নেপালের মধ্যকার নির্ধারিত ম্যাচটি গতকালই বাতিল করা হয়েছিল। এদিকে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, দলকে নিরাপদে রাখা হয়েছে এবং তাদের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
খালিদ মাহমুদ আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে আগামীকাল (বুধবার) দেশে ফিরতে পারে বাংলাদেশ দল।