4
বলিউড তারকা ঐশ্বরিয়া রাইয়ের নামে ছড়িয়ে পড়া অন্তরঙ্গ ছবিগুলোকে ভুয়া দাবি করেছেন অভিনেত্রী। এ ঘটনায় তিনি দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন। মঙ্গলবার আদালতে এ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন তিনি।
ভারতীয় গণমাধ্যম জানায়, ঐশ্বরিয়ার আইনজীবী আদালতে জানান— কোনো অনুমতি ছাড়াই অভিনেত্রীর ছবি ব্যবহার করা হচ্ছে। এমনকি তার নাম ও কণ্ঠস্বরও ব্যবসায়িক উদ্দেশ্যে কাজে লাগানো হচ্ছে।
আইনজীবী সন্দীপ শেঠির দাবি, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এবং সম্পূর্ণ অবাস্তব। অভিযোগে আরও বলা হয়েছে, ঐশ্বরিয়ার ছবি ব্যবহার করে টি-শার্ট, কফি মগসহ নানা সামগ্রী বাজারজাত করা হচ্ছে। এমনকি ইউটিউবের বিভিন্ন চ্যানেলে ভুয়া কনটেন্ট ছড়িয়ে অর্থ সংগ্রহ করা হচ্ছে।
তিনি বলেন, “একজন ভদ্রলোক শুধু আমার মক্কেলের নাম ও মুখ ব্যবহার করে অর্থ সংগ্রহ করছেন। এমনকি যৌন আকাঙ্ক্ষা পূরণের জন্যও তার ছবি ব্যবহার হচ্ছে— যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
আদালতে জমা দেওয়া ইউটিউব স্ক্রিনশটেও দেখা গেছে, সম্পাদিত ও এআই-নির্ভর ভুয়া ছবি দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
উল্লেখ্য, এর আগে অমিতাভ বচ্চনও একই ধরনের সমস্যায় আদালতের দ্বারস্থ হন। গত বছরের ২৫ নভেম্বর থেকে তার কণ্ঠস্বর ও ছবি অনুমতি ছাড়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে দিল্লি হাইকোর্ট।