37
বলিউড অভিনেত্রী ও নেটপ্রভাবী উরফি জাভেদ আবারও হেনস্তার শিকার হয়েছেন। সম্প্রতি এক ব্যক্তি তার ব্যক্তিগত ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে ফাঁস করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
ব্যতিক্রমী সাজসজ্জা ও স্পষ্টভাষী মতামতের কারণে প্রায়ই আলোচনায় থাকেন উরফি। তবে এর আগে বহুবার নানা ধরনের হেনস্তার মুখে পড়তে হয়েছে তাকে। এবারও সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি হলো।
গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে এক পোস্টে উরফি লিখেছেন, “এই লোকটি আমাকে হেনস্তা করছে। হুমকি দিচ্ছে আমার ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে ফাঁস করে দেবে। এমনকি কিছু ছবি বিকৃত করে সে ফাঁসও করেছে।” পোস্টে তিনি অভিযুক্ত ব্যক্তির অ্যাকাউন্টের ছবিও শেয়ার করেছেন।
এর আগেও উরফি প্রকাশ্যে জানিয়েছিলেন, কিশোর বয়সী এক ছেলের কাছ থেকে তিনি অশালীন প্রশ্নের শিকার হয়েছিলেন। সে সময় নিজের মা ও পরিবারের সামনে ওই ঘটনা ঘটে বলে জানান অভিনেত্রী।
বিভিন্ন সময়ে সাহসী প্রতিক্রিয়া জানিয়ে নারীদের প্রতি হেনস্তা ও বৈষম্যের বিরুদ্ধে সরব হয়েছেন উরফি জাভেদ। এবারও সামাজিক মাধ্যমে সরাসরি জবাব দিয়ে বিষয়টি প্রকাশ্যে আনলেন তিনি।