কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান নারী ক্রিকেট দল। আইসিসি নারী বিশ্বকাপের এই ম্যাচকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের আগ্রহ যেমন তুঙ্গে, তেমনি মাঠের বাইরেও ছড়িয়েছে রাজনৈতিক উত্তেজনা।
দুই দেশের টানাপড়েন এবার সরাসরি প্রভাব ফেলেছে মাঠের আচরণবিধিতে। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, পাকিস্তান নারী দলের সঙ্গে টসের সময় কিংবা ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররা কোনো ধরনের করমর্দন করবেন না।
বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘বিসিসিআই সরকারের নীতির সঙ্গে সম্পূর্ণ একমত। তাই পুরুষ দলের মতো নারী দলও পাকিস্তানের বিপক্ষে কোনো করমর্দন বা যৌথ ছবি তুলবে না।’
এই সিদ্ধান্তকে ঘিরে ক্রিকেট অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন, ক্রীড়ার সৌহার্দ্যের জায়গায় রাজনীতির প্রভাব পড়ায় ম্যাচের উত্তেজনা আরও বেড়ে গেছে।
তবে পরিসংখ্যান বলছে, মাঠের খেলায় এখনো একচ্ছত্র আধিপত্য ভারতীয় নারীদের। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১১ বার, এবং প্রতিবারই জয় পেয়েছে ভারত। এর মধ্যে পাঁচ ম্যাচে জয় এসেছে ১০০ রানের বেশি ব্যবধানে, আর দুইবার ১০ উইকেটে।
হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে। আজ জিততে পারলে তারা উঠে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে। অন্যদিকে ফাতিমা সানার নেতৃত্বাধীন পাকিস্তান প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হেরে পিছিয়ে আছে।
কলম্বোয় গতকাল শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়েছিল। আজকের ম্যাচেও হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও আয়োজকরা পূর্ণ ম্যাচ আয়োজনের ব্যাপারে আশাবাদী।