4
উত্তেজনার অপেক্ষা শেষ হচ্ছে আগামীকাল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে সংযুক্ত আরব আমিরতে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত এশিয়া কাপ ২০২৫। এবারের আসর অনুষ্ঠিত হবে টি–টোয়েন্টি ফরম্যাটে, যেখানে অংশ নিচ্ছে মোট আটটি দল।
উদ্বোধনী ম্যাচে আবুধাবিতে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। পরদিন ডুবাইয়ে নিজেদের অভিযান শুরু করবে ভারত, প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। তবে সবার নজর থাকবে আগামী ১৪ সেপ্টেম্বর ডুবাইয়ে অনুষ্ঠিত ভারত–পাকিস্তান মহারণে, যা টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে।
মোট ১৯টি ম্যাচের মধ্যে ১১টি অনুষ্ঠিত হবে ডুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং ৮টি আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। প্রথম পর্বের গ্রুপ ম্যাচ শেষে হবে সুপার ফোর রাউন্ড। এরপর ২৮ সেপ্টেম্বর ডুবাইয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
ন্যদিকে দলগুলো এশিয়া কাপকে সামনে রেখে আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতে চাইছে।
এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে নামছে শীর্ষ ক্রিকেট খেলুড়ে দেশগুলো। শুরু থেকে শেষ পর্যন্ত এ টুর্নামেন্ট ক্রিকেটপ্রেমীদের জন্য বয়ে আনবে উত্তেজনা ও রোমাঞ্চ।