ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫: — ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন। মামলায় তিনি ৪৮ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছেন।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেলে তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তিনি ২০১৩ সালের কোটাবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের বর্ণনা দিচ্ছেন।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করছেন মিজানুল ইসলাম, আবদুস সাত্তার পালোয়ান, মামুনুর রশীদসহ অন্যান্যরা। এদিন সকাল থেকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম-কে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন জেরা শেষ করেন।
ট্রাইব্যুনাল প্যানেল নেতৃত্ব দিচ্ছেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সাথে বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলায় এখন পর্যন্ত ৪৮ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। সাক্ষীরা ২০২৪ সালের জুলাই–অগাস্ট আন্দোলনের সময় দেশজুড়ে সংঘটিত হত্যাযজ্ঞের বীভৎস বর্ণনা দিয়েছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
প্রসিকিউশন ২০২৫ সালের ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুন-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনে। অভিযোগপত্র মোট ৮৭৪৭ পৃষ্ঠা, যার মধ্যে তথ্যসূত্র ২০১৮ পৃষ্ঠা, প্রমাণ ও জব্দ তালিকা ৪০০৫ পৃষ্ঠা, এবং শহীদদের তালিকা ২৭২৪ পৃষ্ঠা।