ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৫: এশিয়া কাপে সুপার ফোরে টিকে থাকার লক্ষ্য নিয়ে আজ ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
গ্রুপ পর্বে প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে শুভ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার কাছে ৬ উইকেটে হেরে গেছে টাইগাররা। ২ ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহে ২ পয়েন্ট। তাই সুপার ফোরের আশা জিইয়ে রাখতে আফগানদের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে।
অন্যদিকে আফগানিস্তান একটি ম্যাচ খেলে হংকংকে ৯৪ রানে হারিয়ে পূর্ণ ২ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে। বাংলাদেশের কাছে হেরে গেলেও তাদের হাতে সুযোগ থাকবে সুপার ফোরে ওঠার। সে ক্ষেত্রে শেষ ম্যাচে শ্রীলংকাকে হারাতে হবে রশিদ খানের দলকে।
অধিনায়ক লিটন দাস জানান, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বাঁচা-মরার লড়াই হিসেবে নিচ্ছেন তারা। তার ভাষায়, “আমরা জানি এটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। ঘুরে দাঁড়াতে নিজেদের সর্বোচ্চটা দেব।”
ব্যাটার জাকের আলী বলেন, এক ম্যাচ হারায় দলের আত্মবিশ্বাসে চিড় ধরেনি। “আমরা যেখানে খেলি না কেন, সবসময় জয়ের মানসিকতা নিয়েই নামি। আমরা এখানে শুধু ম্যাচ খেলতে আসিনি, আমরা চ্যাম্পিয়ন হতে এসেছি।”
পরিসংখ্যান অবশ্য আফগানিস্তানের পক্ষে। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১২ বার মুখোমুখি হয়ে বাংলাদেশ জিতেছে ৫ বার, আফগানিস্তান জিতেছে ৭ বার। এশিয়া কাপে দুই দল ৫ ম্যাচে মুখোমুখি হলে বাংলাদেশ জিতেছে ২টিতে, আফগানিস্তান ৩টিতে। শেষবার ২০২২ সালের টি-টোয়েন্টি আসরে আফগানরা ৭ উইকেটে জিতেছিল।
তবে সাম্প্রতিক ফর্ম আত্মবিশ্বাসী করে তুলছে বাংলাদেশকে। এশিয়া কাপে আসার আগে শ্রীলংকা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিন সিরিজ জিতেছে টাইগাররা। শ্রীলংকার বিপক্ষে ম্যাচে ইনজুরির কারণে বাইরে থাকা পেসার তাসকিন আহমেদ আফগানিস্তানের বিপক্ষে একাদশে ফিরতে পারেন।
বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তানজিদ হাসান, পারভেজ হাসান ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন।
আফগানিস্তান দল: রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, ডারউইশ রাসুলি, সেদিকুল্লাহ আতাল, আজমাতুল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, শারাফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইসাক, মুজিক উর রহমান, এএম গাজানফার, নুর আহমেদ, ফরিদ আহমেদ, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি।