ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার): বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। মিরপুরে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে চলতি মাসের শুরুতে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম অক্টোবরে নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছিলেন।
নির্বাচন তফসিল অনুযায়ী, আগামী ২০ সেপ্টেম্বর ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। ২১ সেপ্টেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
২২ ও ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিক্রি, ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা, ২৬ সেপ্টেম্বর বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ২৭ সেপ্টেম্বর আপিল ও শুনানি, ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।
তফসিল অনুযায়ী, ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ ও প্রাথমিক ফল প্রকাশ, আর আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে ৫ অক্টোবর।