বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর সুপারহিট ছবি ‘চালবাজ’-এর রিমেকের কাজ আবার শুরু হতে যাচ্ছে। আর এই ছবিতেই মায়ের পথ ধরে অভিনয়ে নাম লেখানো জাহ্নবী কাপুর যুক্ত হতে চলেছেন বলে জানা গেছে।
প্রথমে ছবিটিতে শ্রদ্ধা কাপুরের অভিনয়ের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তিনি বাদ পড়ছেন। ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, জাহ্নবীর কাছে ‘চালবাজ’ শুধু একটি সিনেমা নয়, এটি তার কাছে আবেগের জায়গা। তাই চরিত্রটি খুব যত্নের সঙ্গেই করতে চান তিনি। তবে মায়ের সঙ্গে তুলনা নিয়ে খানিকটা শঙ্কিত জাহ্নবী সেপ্টেম্বরের শেষের দিকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
এর আগে ২০২২ সালে টি-সিরিজ ব্যানারের পক্ষ থেকে ‘চালবাজ ইন লন্ডন’ নামের একটি রিমেকের ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ছবিতে লিড রোলে থাকার কথা ছিল শ্রদ্ধা কাপুরের। তবে দীর্ঘদিন ধরে প্রকল্পটি আটকে ছিল। এবার জাহ্নবীকে নিয়েই কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।
এদিকে জাহ্নবী কাপুরকে আগামীতে দেখা যাবে শশাঙ্ক খৈতান পরিচালিত ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’ ছবিতে। এতে দ্বিতীয়বার বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। ছবিটিতে আরও অভিনয় করছেন সানিয়া মালহোত্রা এবং রোহিত সরফ। আসছে ২ অক্টোবর, দশেরায় মুক্তি পাবে ছবিটি।
উল্লেখ্য, ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘চালবাজ’-এ দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীদেবী। ছবিতে তার সহ-অভিনেতা ছিলেন সানি দেওল ও রজনীকান্ত।