নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত সামাজিক উদ্ভাবন বিষয়ক বৈঠকে অংশ নিয়েছেন।
মঙ্গলবার অনুষ্ঠিত এ বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল “সামাজিক উদ্ভাবনের মাধ্যমে অর্থায়ন কার্যকর করা।” সরকারি ও বেসরকারি খাতের শীর্ষ নেতাদের উপস্থিতিতে বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের আয়োজনে এই বৈঠকে সামাজিক উদ্ভাবন ও অর্থায়নের নতুন পথ, সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা সামাজিক উদ্ভাবনকে টেকসই অর্থনৈতিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম হিসেবে তুলে ধরেন।
বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, “অর্থনৈতিক উন্নয়ন কেবল মুনাফার ওপর নির্ভরশীল নয়। সামাজিক উদ্ভাবন ও সহযোগিতার মাধ্যমে একটি টেকসই, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা সম্ভব।”
এসময় অন্যান্য বক্তারাও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং উদ্ভাবনী ধারণা বাস্তবায়নের মাধ্যমে অর্থায়নের কার্যকারিতা নিশ্চিত করার ওপর জোর দেন।