55
ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৫: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবারই প্রথম আসছেন ঢাকায়। বিউটি ব্র্যান্ড Sunsilk Bangladesh-এর আয়োজনে তিনি ঢাকায় অবস্থান করবেন কয়েকদিন। এ সফরের মূল উদ্দেশ্য হলো নতুন প্রোডাক্ট “Sunsilk Black Shine”-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রচার।
ভিডিও বার্তায় হানিয়া জানিয়েছেন, “হ্যালো বাংলাদেশ! আমি হানিয়া। ভাবতে পারছেন? আমি আসছি ঢাকায় Sunsilk-এর সঙ্গে। খুব শিগগিরই দেখা হবে আপনাদের সঙ্গে।”
ঢাকায় অবস্থানকালে হানিয়া প্রচার কার্যক্রম ছাড়াও ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং Sunsilk-এর এক বিশেষ লঞ্চিং ইভেন্টে অংশ নেবেন। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ সফর নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে।
পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে হানিয়া বিশাল ভক্তগোষ্ঠী তৈরি করেছেন। তার স্টাইল, ব্যক্তিত্ব এবং অভিনয় দক্ষতা তাকে শুধু পাকিস্তানেই নয়, বাংলাদেশ ও ভারতের তরুণ প্রজন্মের কাছেও সমান জনপ্রিয় করেছে।
প্রসঙ্গত, Sunsilk জানিয়েছে, “Black Shine” সিরিজে বিশেষভাবে ভিটামিন C ও E ব্যবহার করা হয়েছে, যা চুলকে মজবুত ও উজ্জ্বল করতে সহায়তা করবে।
বাংলাদেশি ভক্তদের কাছে এটি নিঃসন্দেহে এক রোমাঞ্চকর ঘটনা—প্রথমবারের মতো প্রিয় তারকাকে সরাসরি দেখার সুযোগ মিলছে ঢাকায়।