ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৫ (রোববার): দেশের মানুষকে উদ্যোক্তা হওয়ার সুযোগ দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “মানুষ কারও চাকরি করার জন্য আসেনি। মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য।”
রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, বর্তমানে মানুষ বহু ধরনের উদ্যোক্তা হয়ে উঠছে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তালিকা রাখা হয়নি। প্রযুক্তির বিকাশের কারণে মানুষ বিশ্বের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারছে এবং এর সুযোগ কাজে লাগানো জরুরি বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, “আমরা চাই প্রতিটি মানুষ তার নিজের সক্ষমতাকে কাজে লাগিয়ে যেখানে যেতে চায়, সেখানে যাওয়ার সুযোগ পাক। আশা করি, পিকেএসএফ নতুন ভবনে এসে নতুন যাত্রা শুরু করবে এবং এই লক্ষ্যে ভূমিকা রাখবে।”