চট্টগ্রাম, ৭ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার): হাটহাজারীতে মাদ্রাসার সামনে জুলুসের গাড়িতে হামলার ঘটনায় উভয়পক্ষের উত্তেজনা বাড়ার পর উপজেলা প্রশাসন শনিবার রাত ১১টায় ১৪৪ ধারা জারি করেছে। ঘটনার পর সেনাবাহিনী দুই পক্ষের সঙ্গে কথা বলে সড়ক পরিষ্কার করতে মাইকিং করেছে।
রোববার সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কের হাটহাজারী বাসস্ট্যান্ড থেকে যান চলাচল স্বাভাবিক হতে দেখা গেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো তারিক আজিজ বলেন, “কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা মাদ্রাসার সামনে অবস্থান নিয়েছে, আহলে সুন্নতপন্থীরা সড়কের বিভিন্ন স্থানে আছেন। পরিস্থিতি থমথমে বলা যায়। আমরা সতর্ক অবস্থানে রয়েছি।”
উত্তেজনা শনিবার সকালে শুরু হয়। সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় হাটহাজারী সদর থেকে উত্তর দিকে প্রায় এক কিলোমিটার এবং দক্ষিণে ইসলামি হাট পর্যন্ত গাড়ি আটকা পড়ে। এতে যাত্রীরা দুর্ভোগের মুখে পড়েন।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, “রাতে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
উপজেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রোববার দুপুর পর্যন্ত ১৪৪ ধারা জারি রাখে।