প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। দলটির অধিনায়ক স্কট এডওয়ার্ডস জানালেন, সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই টাইগারদের মুখোমুখি হতে নামবে তাঁর দল।
আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী এডওয়ার্ডস বলেন, “অবশ্যই বিশ্বাস করি, সিরিজ জিততে পারব। প্রতিটি সিরিজে জেতার জন্যই খেলি। আমরা আশা করি, ভালো ক্রিকেট খেলব। যদি যথেষ্ট ভালো খেলতে পারি, তাহলে আমাদের একটা সুযোগ থাকবে।”
তবে কাজটা সহজ হবে না জানিয়ে ডাচ অধিনায়ক আরও বলেন, “বাংলাদেশে এসে তাদের বিপক্ষে খেলতে গিয়ে অনেকেই ভুগেছে। এটি অবশ্যই কঠিন সিরিজ। তবে উপমহাদেশের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা আমাদের আছে। নতুনদের দ্রুত শিখতে হবে প্রস্তুতি নেওয়া।”
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে প্রাধান্য বাংলাদেশেরই। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়ে একবারই জিতেছে নেদারল্যান্ডস, ২০১২ সালে। সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপেও হেরেছিল তারা। তবে ওয়ানডেতে ভিন্ন চিত্র—২০২৩ বিশ্বকাপে কলকাতায় বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল ডাচরা। সেই স্মৃতিই এবার তাদের বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।
এডওয়ার্ডস বলেন, “হ্যাঁ ও না দুটিই। এটি ভিন্ন সংস্করণ ও কন্ডিশন, কিন্তু ম্যাচ জেতা সব সময় আত্মবিশ্বাস জোগায়। আমরা আত্মবিশ্বাসী এবং সিরিজটার দিকে তাকিয়ে আছি। দলের সবার মধ্যে বিশ্বাস তৈরি হয়েছে যে, নিজেদের দিনে আমরা যেকোনো দলকে হারাতে পারি।”
বাংলাদেশ সফরে মাত্র দুই দিনের অনুশীলনের সুযোগ পাচ্ছে নেদারল্যান্ডস। সেই সীমিত প্রস্তুতিকেই সর্বোচ্চ কাজে লাগাতে চায় দলটি।