বলিউডে ফের বিতর্কের ঝড় তুললেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। কিছুদিন আগে বিপাশা বসুকে নিয়ে কটাক্ষ করে সমালোচনায় আসা এই নায়িকা এবার নিশানা করলেন আনুশকা শর্মাকে।
সম্প্রতি এক পডকাস্টে ম্রুণাল জানান, সালমান খানের সুলতান ছবিতে নায়িকা হিসেবে তাঁর অভিষেক হওয়ার কথা ছিল। কিন্তু তিনি প্রস্তাব ফিরিয়ে দেন। পরবর্তীতে ছবিতে অভিনয় করেন আনুশকা শর্মা। ম্রুণালের দাবি, ছবিটি সুপারহিট হলেও আনুশকার ক্যারিয়ারে বিশেষ কোনো লাভ হয়নি। বরং তিনিই এখন নিয়মিত কাজ করছেন, আনুশকা করছেন না।
ম্রুণালের এ মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। আনুশকার ভক্তরা বলেন, অভিনয় থেকে বিরতি নেওয়া আনুশকার নিজস্ব সিদ্ধান্ত। অন্যদিকে কেউ কেউ ম্রুণালের মন্তব্যকে আত্মপ্রচারের কৌশল বলেও আখ্যা দিয়েছেন।
এর আগে বিপাশা বসুর শারীরিক গড়ন নিয়ে মন্তব্য করে আলোচনায় আসেন ম্রুণাল। আবারও বিতর্কে নাম লেখানোয় অনেকের প্রশ্ন—তিনি কি ইচ্ছাকৃতভাবে এমন মন্তব্য করছেন?
বলিউডে নারী তারকাদের প্রতিযোগিতা নতুন নয়। অতীতে হেমা মালিনী-রেখা থেকে দীপিকা-কারিনা—তুলনার ঝড় চলেছেই। তবে শিল্পীর ইমেজের জন্য এ ধরনের বিতর্ক কতটা ক্ষতিকর, সেটিই এখন আলোচনার কেন্দ্রে।