34
ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৫: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো কর্মকর্তাকে বেআইনি নির্দেশ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
সিইসি বলেন, “নির্বাচনে আমরা আপনাদের নির্দেশনা দেবো, কিন্তু বেআইনি কোনো নির্দেশনা দেবো না। কাউকে ফেভার করার জন্যও নয়। আমাদের সব নির্দেশনা হবে আইন ও বিধি অনুযায়ী।”
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিভিন্ন দেশের নেতাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন যে বাংলাদেশে একটি সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। “প্রধান উপদেষ্টার সেই আস্থা ধরে রেখে আমাদের প্রমাণ করতে হবে আমরা নিরপেক্ষ ও পেশাদারভাবে নির্বাচন আয়োজন করতে পারি।”