ওয়াশিংটন, ১৩ সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার): ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণ সহ্যের সীমা ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আশা প্রকাশ করেন, ইউরোপে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা শিগগিরই সফল হবে। তবে তিনি অভিযোগ করেন, ইউক্রেন ও রাশিয়ার প্রেসিডেন্টদের জেদের কারণে চলমান সংঘাত নিরসন জটিল হয়ে উঠেছে।
ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে আগ্রহী হলেও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আলোচনায় বেঁকে বসেছেন। তার ভাষায়, “পুতিনের গড়িমসি এখন সহ্যের সীমা ছাড়িয়ে গেছে।”
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, প্রেসিডেন্ট নির্বাচনের সময় তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে ধারণার চেয়ে আলোচনার অগ্রগতি কঠিন হয়ে পড়েছে।
ট্রাম্প দাবি করেন, রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিকে ভয়াবহ পরিস্থিতির মুখে ফেলেছে। তার প্রশাসন যুদ্ধের অর্থায়ন রোধে রাশিয়ার সহযোগী দেশগুলোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া, রাশিয়ার কাছ থেকে জ্বালানি আমদানি করে যারা ইউক্রেন যুদ্ধকে সহায়তা করছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
ইউক্রেন যুদ্ধকে ইউরোপের সংকট আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, “যুদ্ধে আমেরিকার চেয়ে ইউরোপ কম খরচ করেই পার পেতে চাইছিল। তবে যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপের ফলে ন্যাটো আবারও আস্থার জায়গা ফিরে পেয়েছে।”