শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে গুজব রটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
মঙ্গলবার রংপুর শহরের জাহাজ কম্পানি মোড়ের করুণাময়ী কালীবাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যারা পূজা মণ্ডপে হামলা চালায় তারা কাপুরুষ ছাড়া আর কিছু নয়। এ ধরনের ঘটনা প্রতিরোধে র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।”
র্যাব প্রধান জানান, সারাদেশে প্রায় ৩৫ হাজার পূজা মণ্ডপ ও মন্দিরে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সীমান্তবর্তী এলাকায় প্রায় সাত হাজার মণ্ডপ রয়েছে। ঝুঁকিপূর্ণ সব স্থানে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে।
তিনি আরও বলেন, “২৪ সেপ্টেম্বর থেকে প্রতিটি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হচ্ছে। প্রযুক্তির মাধ্যমে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।”
রংপুর জেলা পুলিশ ও মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, এ জেলায় মোট ৯১২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মহানগরের ১৫৪টি এবং আট উপজেলার ৭৪১টি মণ্ডপ অন্তর্ভুক্ত।
রংপুর জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায় বলেন, “সম্প্রীতির রংপুরে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনে আমরা প্রশাসনের সহায়তা পাচ্ছি। সব প্রস্তুতি শেষ হয়েছে। আশা করি নির্বিঘ্নে উৎসব উদযাপন করা সম্ভব হবে।”
র্যাব মহাপরিচালক শহিদুর রহমান বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় কোনো সমস্যা নেই। “আমরা চাই সবাই শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপন করুক।”
প্রশাসন, পুলিশ ও র্যাবের কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং পূজা উদযাপন কমিটির প্রস্তুতির ফলে এবারের দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে বলে আশা করছে রংপুরসহ সারা দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ।