ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও টলিউডের অপ্রতিদ্বন্দ্বী কুইন কোয়েল মল্লিক আবারও আলোচনায় এসেছেন তাঁর জীবনবোধ ও সম্পর্ক নিয়ে খোলামেলা মন্তব্যের জন্য। সঙ্গীত বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন প্রজন্মের জন্য ডেটিং বা সম্পর্ক বিষয়ে বিশেষ পরামর্শ দিয়েছেন এই নায়িকা।
প্রেম-ভালোবাসা নিয়ে প্রশ্নের জবাবে কোয়েল বলেন,
“সম্পর্ক দুই মিনিটে তৈরি হয়ে যাওয়া নুডলসের মতো নয়। এটা এমন নয় যে প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত খুব সুন্দর হবে, খুব খুশির হবে বা খুব হ্যাপেনিং হবে। একটা সম্পর্ক মানে একটা কথা দেওয়া, একটা কমিটমেন্ট। সেই কমিটমেন্টের মধ্যে পবিত্রতা ও লয়ালিটি থাকে।”
তিনি আরও যোগ করেন,
“জামাকাপড় বদলানোর মতো নয় যে আজ এটা ভালো লাগছে না তো অন্যটা পরব। সম্পর্ক এমন নয়। হয়তো আমি একটু পুরনোপন্থী, কিন্তু আমি ওভাবেই ভালোবাসতে ভালোবাসি।”
কোয়েলের এই বক্তব্য ছুঁয়ে গেছে তাঁর ভক্তদের মন। সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখেছেন, “একদম সঠিক কথা”, “এ কারণেই তুমি আমাদের টলি কুইন।” আরেকজন ভক্ত মন্তব্য করেন, “তুমি ওভাবে ভালোবাসো বলেই আমরা তোমাকে ভালোবাসি।”
উল্লেখ্য, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি প্রযোজক নিসপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল মল্লিক। তাঁদের সংসারে দুই সন্তান—ছেলে কবীর (জন্ম ২০২০) ও মেয়ে কাব্য (জন্ম ২০২৪ সালের ডিসেম্বরে)। পারিবারিক সুখ আর পেশাগত সাফল্যে ভরপুর সময় কাটাচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
