রাজধানীর বনানীতে এক আন্তর্জাতিক অ্যাকসেসরিজ ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। স্বল্প সময়ের সেই উপস্থিতিই এখন দেশের সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।
সূত্রমতে, অনুষ্ঠানে শাকিব খান ছিলেন মাত্র ২০ মিনিট। তবে গুঞ্জন ছড়িয়েছে—এই স্বল্প সময়ের জন্য তিনি নাকি পারিশ্রমিক নিয়েছেন ৩৫ লাখ টাকা! অর্থাৎ প্রতি মিনিটে প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা! 😮
বিষয়টি নিয়ে জনপ্রিয় উপস্থাপক ও রেডিও জকি গোলাম কিবরিয়া নিজের ফেসবুকে লিখেছেন—
“বাংলাদেশের সুপারস্টার সময় দিয়েছে ২০ মিনিট, পেমেন্ট নিয়েছে ৩৫ লাখ! কাজ ছিল একটা ব্র্যান্ড প্রোমোট করা। কিন্তু কোথাও সেই ব্র্যান্ডের নাম নাই, ট্যাগ নাই—সবাই শুধু তার গোঁফ আর লুক নিয়ে ব্যস্ত!”
তিনি আরও জানতে চেয়েছেন, “কোন এজেন্সি করেছে এই ইভেন্ট ম্যানেজমেন্ট?”
অন্যদিকে, শাকিব খান আজ দুপুরে নিজের ফেসবুকে বনানীর সেই ইভেন্টের কিছু ছবি পোস্ট করেছেন। তবে তিনি বা তাঁর টিম কোথাও পারিশ্রমিক নিয়ে কোনো মন্তব্য করেননি।
সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে মজার মিম, মন্তব্য ও আলোচনা। কেউ বলছেন “সুপারস্টার মানেই সুপার রেট!”, আবার কেউ বলছেন “২০ মিনিটে ৩৫ লাখ না, ব্র্যান্ড পেলে ব্র্যান্ড ভ্যালু বাড়ে!”
