46
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগ এসএ২০-তে প্রথমবারের মতো জায়গা করে নিলেন বাংলাদেশি ক্রিকেটার। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে আসন্ন আসরে দলে ভিড়িয়েছে ডারবান সুপার জায়ান্টস।
জোহানেসবার্গে মঙ্গলবার আয়োজিত নিলামে তাইজুলকে দলে নেয় সুপার জায়ান্টস। তাকে দলে নিতে খরচ করা হয়েছে ৫ লাখ র্যান্ড—বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকা।
তাইজুলকে দলে পেয়ে ডারবান সুপার জায়ান্টস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে— “স্পিন দিয়ে ডারবানের মনে জায়গা করে নিয়েছেন তিনি।”
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার আয়োজনে এসএ২০’র চতুর্থ আসর মাঠে গড়াবে আগামী ২৩ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। মোট ছয়টি দল অংশ নেবে এবারের আসরে।
তাইজুলের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় টি২০ লিগে নাম লেখাল বাংলাদেশ।